ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩১, আগস্ট ২, ২০১৮
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজধানীর কুর্মিটোলায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চলমান ছাত্র বিক্ষোভের অংশ হিসেবে রাজশাহীতে মানববন্ধনের ডাক দিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় নিরাপদ সড়ক চাই এই স্লোগানে বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়।

এতে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ রয়েছে। সুষ্ঠুভাবে শেষ হওয়া পর্যন্ত পুলিশ থাকবে।

এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাজশাহীর সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।