বৃহস্পতিবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় নিরাপদ সড়ক চাই এই স্লোগানে বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন প্লে-কার্ড দেখা যায়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ রয়েছে। সুষ্ঠুভাবে শেষ হওয়া পর্যন্ত পুলিশ থাকবে।
এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাজশাহীর সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসএস/এএটি