ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনার জলদস্যু সোহেল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
মেঘনার জলদস্যু সোহেল আটক

ভোলা: ভোলার মনপুরা ও হাতিয়ার সীমান্তবর্তী নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে একটি দা ও ছুরিসহ সোহেল (২৫) নামে এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১ আগস্ট) সকালে তাকে আটক করে। আটক সোহেল নোয়াখালীর মোশারেফ হোসেনের ছেলে।

কোস্টগার্ড জানায়, জলদস্যু সোহেলের বিরুদ্ধে নোয়াখালী ও হাতিয়াসহ বিভিন্ন থানায় নয়টি ডাকাতির মামলা রয়েছে।  

ভোলা কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগ জানায়, নিঝুম দ্বীপে একদল জলদস্যু মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টাগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সোহেলকে আটক করলেও দস্যুদলের বাকি সদস্যরা পালিয়ে যায়। পরে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad