ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মাদক নির্মূলে পরিচয় বা দল দেখা হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
‘মাদক নির্মূলে পরিচয় বা দল দেখা হবে না’ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান

জামালপুর: পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেছুর রহমান বলেছেন, মাদক নির্মূল করতে পরিচয় বা দল দেখা হবে না। মাদক বিক্রেতাদের কোনো দল বা পরিচয় নেই। তাদের একমাত্র পরিচয় তারা মাদক কারবারি।

বুধবার (১ আগস্ট) দুপুরে জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশের দ্বিতীয় শীর্ষ এ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নির্দেশের পর আর কোনো নির্দেশ থাকতে পারে না।

উন্নত দেশ গড়তে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ সমূলে বিনাশ করতে হবে। যতেদিন মাদক কেনা-বেচা থাকবে ততোদিনই মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।

বাল্যবিয়ে সর্ম্পকে অতিরিক্ত আইজিপি বলেন, সুষ্ঠু ও শক্তিশালী সমাজ ব্যবস্থা চাইলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে।

জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শেরপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার আজিম, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সাধুরপারা ইউনিয়নের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহামুদুল আলম বাবু প্রমুখ।

এর আগে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রথমবারের মতো অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমানকে স্বাগত জানায়। তারা প্রায় ১০ কিলোমিটার দূর থেকে তাকে মোটরসাইকেল শোভাযাত্রা করে নিয়ে আসেন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ