ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ চরমপন্থি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ আবু দাউদ কানন (৩৫) নামে এক চরমপন্থিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ আগস্ট) ভোরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কানন ওই গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সেনগ্রামে অভিযান চালিয়ে কাননকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।  
কানন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চরমপন্থি সর্বহারা বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ মোট সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।  

এ ঘটনায় কাননের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।