ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানের ম্যানেজার অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানের ম্যানেজার অপহৃত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে মো. আরিফ হোসেন (৫০) নামে রাবার বাগানের এক ম্যানেজারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (০১ আগস্ট) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম আলিক্ষ্যং এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

আরিফ চট্টগ্রামের সাতকানিয়া এবং নাইক্ষ্যংছড়ির স্টার রাবার বাগানে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাগানের কাজ শেষে অরিফ ও শ্রমিক জসিম উদ্দিন মোটরসাইকেলে বাইশারী বাজারে যাচ্ছিলেন। তারা আলিক্ষ্যং ইউনিয়নের মাল্টা বাগান এলাকায় পৌঁছালে ৫/৭ জনের একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। এসময় দুর্বৃত্তরা আরিফকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। সেখান থেকে পালিয়ে আসা শ্রমিক জসিম উদ্দিন বাইশারী ও আলেক্ষ্যং ক্যাম্পের পুলিশকে ঘটনাটি জানান।  

বাইশারী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে। তবে সন্ত্রাসীরা কারও কাছে মুক্তিপণ দাবি করেনি।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।