ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় গাড়ি চলাচলে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় গাড়ি চলাচলে ধীরগতি গজারিয়ায অংশে গাড়ি চলাচলে ধীরগতি। ছবি/ফাইল ফটো

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে সাত কিলোমিটার গাড়ি চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।

বুধবার (০১ আগস্ট) দুপুর থেকেই উভয়মুখী যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ ধীরগতি দেখা দেয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুর থেকেই যানবাহনের চাপ বৃদ্ধি পায়।

কুমিল্লাগামী ও ঢাকামুখী উভয়দিকেই ধীরগতিতে গাড়ি চলাচল করছে। যানজট কমাতে হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।