ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১  দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদী জেলার শিবপুর উপজেলার কামারটেক বাসস্ট্যান্ডের কাছে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাবিনুননেসা (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। 

বুধবার (১ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তাসলিমা (২২) ও হাসেন উদ্দিনের (৩২) নাম জানা গেছে।

 

আহতরা জানান, মাইক্রোবাসে করে তারা ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।  পথে কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছার পর সামনে থেকে তিতাস পরিবহনের একটি বাস তাদের গাড়ির ওপর উঠে যায়। এতে ঘটনাস্থালেই একজনের মৃত্যু হয়।

হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শফিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের অন্য যাত্রীরা কম-বেশি আহত হলেও চালকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।  

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।