ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আন্দোলনকারীদের বিক্ষোভ যৌক্তিক: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
আন্দোলনকারীদের বিক্ষোভ যৌক্তিক: ওবায়দুল কাদের ওবায়দুল কাদের/ফাইল ছবি

ঢাকা: নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ যৌক্তিক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাই সড়কপথে শৃঙ্খলা ফেরাতে এবার প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়েছেন।  তিনি শৃঙ্খলা ফেরাতে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সড়কে নৈরাজ্য-বিশৃঙ্খলা ও দুর্ঘটনা-যানজট এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য সোমবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বৈঠকে ‘সড়ক পরিবহন আইন’ অনুমোদন করা হবে।

এ আইন পাস হলে আশা করি সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

বুধবার (০১ আগস্ট) সেতু ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ সব বলেন তিনি।

এক প্রশ্নে জবাবে আওয়মী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইন পাস করলে আমরা বাস্তবায়ন করতে পারবো। এ ক্ষেত্রে আমরা শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চাইবো।

নৌ-মন্ত্রীর কথায় সরকার বিব্রত কি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার বিব্রত কি না তা প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে বুঝা যায়।

বিভিন্ন পরিবহন মালিকরা বাস না নামানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্ষয়-ক্ষতির আশঙ্কার কারণে অনেকে রাস্তায় বাস নামাচ্ছেন না।  

এসময় তিনি শিক্ষার্থীদের শান্ত হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এমইউএম/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।