ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজ সন্তানকে হত্যা পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
নিজ সন্তানকে হত্যা পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দুই বছরের নিজ শিশু সন্তানকে হত্যার পর সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন শামসুন্নাহার নামে এক মা।

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ঘরের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকেন গৃহকর্তা স্যানিটারি মিস্ত্রী সবুজ মিয়া।

এসময় তার স্ত্রী শামসুন্নাহারকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। অচেতন অবস্থায় স্ত্রীকে নামিয়ে আনেন। পরে একই কক্ষে দুই বছরের শিশু কাউছারকে মৃত দেখতে পান। খবর পেয়ে পুলিশ শিশু কাউছারের মরদেহ উদ্ধার করে এবং সবুজ মিয়ার স্ত্রীকে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। শামসুন্নাহারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।  

ওই গৃহবধূর জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদে ঘটনার কারণ উদঘাটন করা যেতে পারে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad