ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জবির নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিললো বুড়িগঙ্গায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
জবির নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিললো বুড়িগঙ্গায়   আরিফুল ইসলাম

কেরানীগঞ্জ (ঢাকা): নিখোঁজের একদিন পর বুড়িগঙ্গায় নদী থেকে আরিফুল ইসলাম (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট টার্মিনাল বরাবর বুড়িগঙ্গার মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আরিফুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার রায়পুরের মাইনুদ্দিনের ছেলে।

আরিফ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের ছাত্র।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, আরিফ প্রতিদিন কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে জবিতে ক্লাস করতে যান। সোমবার (৩০ জুলাই) তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় নদীতে এক যুবকের মরদেহ ভেসে উঠলে আরিফের বড় ভাই মো. রাশেদ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও বলেন, সোমবার এখানে একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। সেই নৌকাতে আরিফুল ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নৌকাটি ডোবার সময় এম ভি সত্তার খান লঞ্চের এক বাবুর্চি তা দেখেছেন।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
কেডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।