ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক মামলায় মিয়ানমার নাগরিকের ৯ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
মাদক মামলায় মিয়ানমার নাগরিকের ৯ বছর কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে মাদক মামলায় মো. ছালাম (৩০) নামে মিয়ানমারের এক নাগরিককে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ছালাম মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার রেজুরবীল এলাকার নুর আলীর ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলা সদরের নাফনদীর একটি পয়েন্ট থেকে ৩০ হাজার ইয়াবাসহ ছালামকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেছেন বিচারক।  

কক্সবাজার যুগ্ম জেলা দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ