ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে ছেলে লাঠির আঘাতে বাবার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ভূরুঙ্গামারীতে ছেলে লাঠির আঘাতে বাবার মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী গ্রামে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নুরুল ইসলাম স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা করেন।

তার ছোট ছেলে (মাদকাসক্ত) সিরাজুল ইসলামের সঙ্গে টাকা না দেওয়ায় প্রায় সময়ই ঝগড়া হতো। দুপুরেও টাকা না দেওয়ায় বাবা- ছেলের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ছেলের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামি পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।