ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধলেশ্বরীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
ধলেশ্বরীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

মুন্সিগিঞ্জ: মুন্সিগঞ্জ লঞ্চঘাট টার্মিনালের দুই পন্টুনের ফাঁকে পড়ে ধলেশ্বরীতে নিখোঁজ হওয়া বৃদ্ধা সহিনা খাতুনের (৬৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

সোমবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (২৮ জুলাই) রাত পৌনে ১১টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পড়ে নিখোঁজ হন তিনি।

 

সহিনা লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার চরবংশি গ্রামের মৃত জামাল মোল্লার স্ত্রী। তিনি মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় মো. মামুনের বাড়ির ভাড়াটিয়া। লঞ্চঘাট এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম বাংলানিউজকে জানান, পন্টুনের ফাঁক দিয়ে পড়ে যাওয়া বৃদ্ধার সন্ধান করে আসছিল নৌ-পুলিশ। সকালে লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখে উদ্ধার করা হয়। মরদেহটি মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।