ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ 

ব্রাহ্মণবাড়িয়ায়: ব্রাহ্মণবাড়িয়ায় রহমত উল্লাহ্ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জুলাই) নিখোঁজ হয় রহমত । পরে বিভিন্ন জায়গায় খোঁজের পর না পেয়ে সোমবার (২৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

 

রহমত সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে। সে একই ইউনিয়নের বিজেশ্বর গ্রামের জামিয়া সুন্নাহ্ মাদ্রাসার ছাত্র।

জিডি সূত্রে জানা গেছে, ১৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে মাদ্রারাসার উদ্দেশে বের হয় রহমত। এরপর থেকে সে বাড়িতে আসে নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গাতেই তার খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান মিলেনি।

জিডির তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা তার সন্ধ্যান পেতে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।