ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরগঞ্জে ভেকুর আঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
সুন্দরগঞ্জে ভেকুর আঘাতে নিহত ১

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের মাটি খনন করা নিয়ে আ. রহিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামে এ ঘটনা ঘটে। রহিম ওই এলাকার মৃত রিজু হাজীর ছেলে।

এ ঘটনার পরপরই অভিযুক্ত চালক পালিয়ে যান। পরে খননযন্ত্র ভেকুর মালিক মোহাম্মদ আলীকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে রহিম তার বিক্রিত পুকুরের মাটি অতিরিক্ত খনন করায় ভেকুর চালককে বাধা দেন। এ নিয়ে চালকের সঙ্গে রহিমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চালক খননযন্ত্র দিয়ে রহিমকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনার অভিযুক্ত ভেকু চালক পালিয়ে যাওয়ায় খনন যন্ত্রের মালিক আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।