ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় দু’পক্ষে সংঘর্ষে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
পাকুন্দিয়ায় দু’পক্ষে সংঘর্ষে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমির আইল নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মতি মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ জুলাই) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহিউদ্দিনের সঙ্গে পার্শ্ববর্তী জমির মালিক মতি মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো।

রোববার সকালে মহিউদ্দিন তার জমির আইল বাঁধতে গেলে মতি মিয়ার ছেলে কালাম মিয়া তাতে বাধা দেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।