ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে নেই। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, গ্রামের মেধাবী শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে পুরস্কার পাচ্ছে। প্রতিটি ছেলে মেয়েকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করতে পারে।

সেজন্য বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফুল ইসলাম, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর প্রমুখ।

পরে শিল্পমন্ত্রী মেধাবী শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে সকাল ১০টায় মন্ত্রী নলছিটি উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।