ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
লামায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক

বান্দরবান: বান্দরবানের লামায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজসহ ইলিয়াছ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বড়ছনখোলা নওশাতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইলিয়াছ ওই ইউনিয়নের ফুটেরঝিরি গ্রামের আমির হোসেনের ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে জানান, অস্ত্রসহ কয়েকজন পাহাড়ে অবস্থান করছে, এমন গোপন খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে ইলিয়াছকে আটক করা হয়।  এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও কার্তুজ জব্দ করা হয়। বাকিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

তবে আটক ইলিয়াছের স্ত্রী রোজিনা আক্তারের দাবি, তারা যে এলাকায় বসবাস করেন, সেখানে বন্য হাতির উপদ্রব রয়েছে। বন্য হাতির হামলা থেকে বাঁচতে অস্ত্রটি রেখেছিল তার স্বামী।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।