ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
৩ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন বন্দুকযুদ্ধ। প্রতীকী ছবি

ঢাকা: বরগুনা, কুমিল্লা ও সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতাসহ তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে অপর দু’জন হলেন দস্যু ও চোরচক্রের হোতা। 

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (২৮ জুলাই) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধ’ হয়।  

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

শনিবার ভোরে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দস্যু কাজল বাহিনীর প্রধান কাজল নিহত হয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

এদিকে, ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লা সদরের কাপ্তান বাজার গোমতি নদীর বেড়িবাঁধ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সহিদুল ইসলাম সফু নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।  

নিহত সফু সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা রয়েছে।  

কুমিল্লা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।

অপরদিকে, শুক্রবার (২৭ জুলাই) দিনগত রা‌তে সাতক্ষীরার শ্যামনগ‌র উপজেলার নুরনগর এলাকায় ‘বন্দুকযু‌দ্ধে’ আন্তঃ‌জেলা মোটরসাই‌কেল (বাইক) চোর চক্রের হোতা রেজাউল নিহত হ‌য়ে‌ছেন।  

এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজাউল শ্যামনগর সদর ইউনিয়‌নের বাদঘাটা গ্রা‌মের মা‌জেদ মা‌ঝির ছে‌লে।

‌শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসআই/জেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।