ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দস্যু কাজল বাহিনীর প্রধান কাজল নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়।

বরিশাল র‌্যাব-৮ এর বরাত দিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহম্মেদ বাংলানিউজকে বলেন, পাথরঘাটা সংলগ্ন বলেশ্বরের মাঝের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাজল নামে এক দস্যু নিহত হয়েছেন। এ সময় ৩টি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, র‌্যাবের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ্ধ হস্তান্তর করা হবে। নিহত দস্যু কাজল বাহিনী প্রধান কাজল বলে জানা গেছে। তবে তার ঠিকানা জানা যায়নি।  

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র‌্যাবের সঙ্গে মুন্না বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ তিন দস্যু নিহত হন। আর গত ৫ মার্চ একই জায়গায় নিহত হন আরো ২ দস্যু।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।