ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অধ্যাপক মোজাফফরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
অধ্যাপক মোজাফফরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অধ্যাপক মোজাফফর হোসেন/ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের (৯৭) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মোজাফফর আহমদের জন্য এ পর্যন্ত যে অর্থ খরচ হয়েছে তাও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে অসুস্থ মোজাফ্ফর আহমদকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে যান। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোজাফফর আহমদের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন বলে জানান।

এসময় ওবায়দুল কাদের বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ এ প্রবীণ নেতার চিকিৎসার খোঁজ-খবর নিতে এসেছেন।

মোজাফফর আহমদ দীর্ঘদিন ধরে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad