ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেলের ঈদের টিকিট ৮ আগস্ট থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
রেলের ঈদের টিকিট ৮ আগস্ট থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের লাইন (ফাইল ফটো)

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট (বুধবার) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। চলবে ১২ আগস্ট (রোববার) পর্যন্ত। আর বাড়ি থেকে কর্মস্থলগামীদের জন্য ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট (বুধবার), চলবে ১৯ আগস্ট (রোববার) পর্যন্ত।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সংবাদ সম্মেলন করে এ কথা জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে আগামী ২২ আগস্ট (বুধবার) ঈদুল আজহা উদযাপন হওয়ার কথা। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের জন্য ৮, ৯, ১০, ১১ ও ১২ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০ ও ২১ আগস্টের টিকিট। আর ঈদ উদযাপনের পর বাড়ি থেকে কর্মস্থলগামী যাত্রীদের জন্য ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট বিক্রি হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের ফিরতি টিকিট।  

যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে রেল মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।