ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
সৈয়দপুরে ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন আগুনে পুড়ে গেছে আন্ত:নগর ট্রেনের শোভন চেয়ার কোচ (৭৩০৫)

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর স্টেশনের আউটারে আন্ত:নগর ট্রেনের শোভন চেয়ার কোচ (৭৩০৫) আগুন লেগে পুড়ে গেছে। বুধবার (২৫ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসানের নেতৃত্বে দমকল বাহিনীর কর্মীরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কোচের বডি, দরজা, জানালা, পাখাসহ প্রায় ৩২টি সিট পুড়ে গেছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত ই খুদা জানান, অগ্নিকাণ্ডর কারণ উদঘাটনে পাকশী ডিভিশনের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী শফিকুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াকার্স ম্যানেজার জহিরুল ইসলাম, লালমনিরহাট ডিভিশনের কমানডেন্ট মিজানুর রহমান, পাকশী ডিভিশনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ-আল মামুন ও সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহ মোহাম্মদ আজাদ।  

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৬দ ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad