ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ঝিনাইদহে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মির্জাপুর গ্রামে বজ্রপাতে শাকিল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

বুধবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে ওই উপজেলার মধুহাটি ইউনিয়নের কান্তাগ্রামের খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শাকিল হোসেন মির্জাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

সে জিয়ানগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

আহতরা হলো- ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জুবায়ের হোসেন (১৫), বাদশা মণ্ডলের ছেলে সজিব হোসেন (১৪) ও বোরহান উদ্দিনের ছেলে সাকিব হোসেন (১৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে বাংলানিউজকে জানান, দুপুরে বৃষ্টির মধ্যে কান্তাগ্রামের মাঠে শাকিল ও তার বন্ধুরা ফুটবল খেলছিল। এসময় বজ্রপাতে শাকিল ঘটনাস্থলেই নিহত ও তিনজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ‍জুলাই ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।