ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় অভিযানে ৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল মাদক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
নেত্রকোনায় অভিযানে ৪ আগ্নেয়াস্ত্রসহ বিপুল মাদক জব্দ এসপি জয়দেব চৌধুরী। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: মাদকবিরোধী অভিযানে নেত্রকোনায় ১৪ কোটি ৯২ লাখ ৬ হাজার ৮১৫ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে জেলা পুলিশ। এপ্রিল থেকে জুলাই, এ চারমাসে জেলার দশ থানা থেকে এসব মাদক জব্দ করা হয়।

এরমধ্যে সিংহভাগ পরিমাণের মাদক জব্দ হয়েছে নেত্রকোনা মডেল থানা কর্তৃক পরিচালিত অভিযানে। যে পরিমাণ জেলার বাকি নয় উপজেলা তথা নয়টি থানাকে ছাড়িয়েছে।



শুধু মাদকই নয় এ অভিযানে মডেল থানা পুলিশ তিনটি দেশীয় পাইপগান, একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। পুলিশের মতে পৃথক বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত হয়েছেন তিনজন।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে বলেন, সব পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে মাদক আজ নিয়ন্ত্রণে। অভিযানের ফলশ্রুতিতে বলা যায়- নতুন করে এখন আর কেউ মাদকাসক্ত হচ্ছেন না। সমাজ ও দেশ রক্ষার স্বার্থে মাদকাসক্ত বা বিক্রেতাদের ছাড় না দিয়ে আইনের হাতে সোপর্দ করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

মোক্তারপাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নূর-ই এলাহি খান বাংলানিউজকে বলেন, সরকারের নির্দেশে পরিচালিত মাদকবিরোধী অভিযানের পর থেকে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। সাধারণ মানুষ ফিরে পেয়েছে স্বস্তি। নেত্রকোনা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান সন্তোষজনক ও নিঃসন্দেহে প্রশংসনীয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণার পর মডেল থানা কর্তৃক এপ্রিল থেকে চলা অভিযানে ১৪ কোটি ২৩ লাখ ১৬ হাজার ৩৫০ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়।

চলতি বছরের ১৩ মার্চ থানায় যোগদান করে ময়মনসিংহ রেঞ্জে দুইবার ও জেলায় চারবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন বোরহান উদ্দিন খান।

পুলিশের দেওয়া তথ্য মতে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত মাদক জব্দ হয়েছে-

নেত্রকোনা মডেল থানা: ইয়াবা ৭ হাজার ৮১৫ পিস, গাঁজা ৮৮ কেজি ৭৮০ গ্রাম, হেরোইন ১৩ কেজি ৮৩৬ গ্রাম, ইনজেকশন ৭৭৮ পিস, ফেনসিডিল ২৫ বোতল, দেশীয় মদ ৪ হাজার ৬৭১ লিটার, কষ্টিপাথর ১টি, ৩টি দেশীয় পাইপগান, ১টি বিদেশি রিভলভার ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটপাড়া থানা: গাঁজা ৩ কেজি ৫৮৫ গ্রাম, ইয়াবা ১৫ পিস, মদ ৪ লিটার, ইনজেকশন ৩ পিস।

কলমাকান্দা থানা: গাঁজা ৩ কেজি ৪০০ গ্রাম, ইয়াবা ৭২৮ পিস, মদ ৩০ লিটার, হেরোইন ৪ পুরিয়া

দুর্গাপুর থানা: গাঁজা ৬ কেজি ৮৫০ গ্রাম, ইয়াবা ২৩৫ পিস, মদ ১২২ লিটার, হেরোইন ৩২ গ্রাম ১০ পুরিয়া।

বারহাট্টা থানা: গাঁজা ২ কেজি ৫০০ গ্রাম, ইয়াবা ১১৯ পিস, মদ ৩ লিটার, হেরোইন ৪ গ্রাম ৯৭ পুরিয়া।

কেন্দুয়া থানা: গাঁজা ৪ কেজি ২৪০ গ্রাম, ইয়াবা ১১২ পিস, মদ ১২ লিটার

পূর্বধলা থানা: গাঁজা ৩ কেজি ২৭০ গ্রাম, ইয়াবা ৯ হাজার ২৫৬ পিস, মদ ৫৭ লিটার, হেরোইন ৫২ গ্রাম ১৭ পুরিয়া।

মদন থানা: গাঁজা ১ কেজি ৮২০ গ্রাম, ইয়াবা ৫০৪ গ্রাম, মদ ৮ লিটার

মোহনগঞ্জ থানা: গাঁজা ৬ কেজি ৫০০ গ্রাম, ইয়াবা ১৫৬ পিস, মদ ৮ লিটার, হেরোইন ২০ গ্রাম ১০ পুরিয়া।

খালিয়াজুরী থানা: গাঁজা ২৪৭ কেজি, ৭২২ গ্রাম, ইয়াবা ১৮৯ পিস।

ডিবি: গাঁজা ২৫ কেজি ৯০০ গ্রাম ও ৩ হাজার ৮৭১ পিস ইয়াবা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।