ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে ধর্ষকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
লালমনিরহাটে ধর্ষকের যাবজ্জীবন 

লালমনিরহাট: কিশোরীকে ধর্ষণের দায়ে লালমনিরহাটে জাহেদুল ইসলাম (২৭) নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাটের জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার নুরুল হকের ছেলে।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে প্রতিবেশী এক কিশোরীকে (১৩) ধর্ষণ করে জাহেদুল ইসলাম।  এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে জাহেদুলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।

লালমনিরহাট জজ আদালতের সরকারি কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী এ মামলায় ন্যায় বিচার পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।