ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকা ফেটে ঢাকায় দুর্ঘটনায় থাই এয়ারের উড়োজাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
চাকা ফেটে ঢাকায় দুর্ঘটনায় থাই এয়ারের উড়োজাহাজ  থাই এয়ারওয়েজের দুর্ঘটনা কবলিত এয়ারক্র্যাফট। ইনসেটে ফেটে যাওয়া চাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের চাকা ফেটে গেছে। এ ঘটনায় প্রায় ঘণ্টা দুয়েক বন্ধ থাকার পর বিমানবন্দরে প্লেন ওঠা-নামা স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুর ১২টা ২০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

 

সিভিল এভিয়েশন সূত্র জানায়, থাই এয়ারওয়েজের প্লেনের চাকা ফেটে যাওয়ায় রানওয়েতে আটকে থাকে। তাই দুপুর সাড়ে ১২টার পর থেকে কোনো ফ্লাইট ওঠা-নামা করতে পারছিল না।  
পরে প্লেনটি সরানোর পর পৌনে তিনটার দিকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে শুরু করে।  
সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা বলেন, অপারেশনাল কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় বেশ কয়েকটি গন্তব্যের ফ্লাইট ওঠা-নামা করতে পারেনি।  
এর আগে দুপুরে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আহমেদ বাংলানিউজকে জানান, অবতরণের সময় থাই এয়ারওয়েজের  প্লেনটির চাকাগুলো ফেটে চৌচির হয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এগুলো পরিষ্কার করে রানওয়ে পরিষ্কার করা হয়েছে।  
 
বিমানবন্দর সূত্র বলছে, ঢাকায় অবতরণের সময় থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটটি ব্যাপক ঝাঁকুনি দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে বেশ কয়েকবার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয় ফ্লাইটটি।  
পরে শেষবার অবতরণের সময় প্লেনটির সবগুলো চাকাই ফেটে যায়। তবে ফ্লাইটের যাত্রী কিংবা পাইলট এবং ক্রুরা নিরাপদে রয়েছেন।  
এদিকে ব্যাংকক থেকে ঢাকায় আসা ফ্লাইটটির এক যাত্রী বাংলানিউজকে বলেন, ফ্লাইটটির ১২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা। কিন্তু তিনবার রানওয়ে স্পর্শ করেও ফ্লাইটটি আবার আকাশে ওড়ে। এ সময় অস্বাভাবিক ঝাঁকুনিতে যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে পড়ে।  

মোবাইলের ছবি দেখিয়ে তিনি বলেন, ফ্লাইটের পেছনের চাকাগুলো ফেটে চৌচির হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮/আপডেট: ১৫৪৫ ঘণ্টা
ইএআর/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।