ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ, প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ, প্রাণ গেলো যুবকের

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জুয়েল আখন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে লা মেরিডিয়ান হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে জুয়েলের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জুয়েলের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। দুইদিন হলো তিনি ঢাকায় এসেছিলেন কাজের জন্য। তবে কোথায় থাকতেন সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিবানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেল লাইনে দাঁড়িয়ে জুয়েল মোবাইলে কথা বলছিলেন। এসময় ট্রেন আসছে দেখে এক পথচারী তাকে ডাক দিয়ে বললে তিনি দ্রুত ওই লাইন থেকে আরেক লাইনে সরে যান। আর ওইখানে যাওয়ার পরপরই তাকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ওই সময় কমলাপুর থেকে একটি ট্রেন যাচ্ছিল, আরেকটি কমলাপুরের দিকে আসছিল।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।