ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আইটিইউ নির্বাহী সদস্য পদে লড়বে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
আইটিইউ নির্বাহী সদস্য পদে লড়বে বাংলাদেশ

ঢাকা: কাউন্সিল অব ইন্টারন্যাশনাল টেলিককিউনিকেশন ইউনিয়নের ( আইটিইউ) নির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী হিসেবে লড়বে বাংলাদেশ।

রোববার (২২ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকার বিদেশি কূটনীতিকদের সামনে এ ঘোষণা দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে উল্লেখ করা হয়, রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়ে এক অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সামনে আইটিইউ-এর নির্বাহী সদস্য হিসেবে বাংলাদেশের প্রার্থিতার ঘোষণা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় ঢাকার বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের পক্ষে এ পদের জন্য সহায়তা চাওয়া হয়।

আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বর দুবাইতে আইটিইউ-এর সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আইটিইউ-এর নতুন কমিটি গঠিত হবে।  

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।