[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

ভৈরবে আড়াই মণ গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-২২ ১১:৪৪:৩৪ এএম
গাঁজাসহ প্রাইভেটকার জব্দ। ছবি: বাংলানিউজ

গাঁজাসহ প্রাইভেটকার জব্দ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ভৈরব উপজেলায় আড়াই মণ (১০০ কেজি) গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিউটাউন মোড় এলাকা থেকে গাঁজাভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার নিউটাউন মোড় এলাকায় গাঁজাসহ একটি প্রাইভেটকার দাঁড়ানো ছিলো। কিন্তু চালকসহ অন্যরা কেউই প্রাইভেটকারটি নিতে আসেননি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে আড়াই মণ গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মাদক কিশোরগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db