ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যার পর ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
না.গঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যার পর ডাকাতি নৈশপ্রহরীর নিথর দেহ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের বন্দরে তিনটি ব্যাটারির দোকানের দুই নৈশপ্রহরীকে হত্যার পর দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

শনিবার (২১ জুলাই) ভোরে বন্দরের মদনগঞ্জের লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত দু'জন নৈশপ্রহরী হলেন রায়হান উদ্দিন (৫৫) ও আব্দুল মোতালেব (৬৫)।

ডাকাতি হওয়া দোকান তিনটি হলো- বিসমিল্লাহ ব্যাটারি স্টোর, সততা মেলা ব্যাটারি ও সততা ব্যাটারি সার্ভিসিং সেন্টার। তিনটি দোকানের প্রায় ২৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন মালিকপক্ষ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল বাংলানিউজকে জানান, ভোরের কোনো এক সময়ে ডাকাত দল নৈশপ্রহরী রায়হান ও আব্দুল মোতালেবকে ভারী লোহার দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর দোকান থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদের দ্রুত আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি শাহীন মণ্ডল।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।