ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে এনা বাসের ধাক্কায় লেগুনার ৫ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
নরসিংদীতে এনা বাসের ধাক্কায় লেগুনার ৫ যাত্রী নিহত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুর্ঘটনায় আহতদের। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় লেগুনার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। 

শুক্রবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বৃষ্টির মধ্যে শিবপুর থানার কোন্দরপাড়া ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গার্মেন্টস শ্রমিকেরা নরসিংদী জেলখানা এলাকার বেলানগর থেকে রায়পুরার মর্জাল এলাকায় যাচ্ছিলেন।

এসময় সিলেট থেকে আসা এনা পরিবহনের বাসটি লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।  

নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে আরো দু’জনের মৃত্যু হয়।  

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, শরিফা বেগম (৪৫), আল আমিন হোসেন (১৬), শারমিন আক্তারি শিনি (১৮), তাহিন আক্তার তাহিন (১৩)।

আর আহতদের মধ্যে রয়েছেন, সুমি (৬), কুলসুম (৩৫), তাসলিমা (১৪), কুলসুম-২ (৩৩)।

এদিকে সড়ক দুর্ঘটনায় আহত আট নারী-পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে জাকিয়া (২০), কাউসার (২২) ও সাহিদার নাম জানা গেছে।  

চিকিৎসকরা জানিয়েছেন, প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথায় আঘাত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮/আপডেট: ০০৫৭ ঘণ্টা
এমআইএইচ/এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।