ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। ছবি: বাংলানিউজ

ভোলা: বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে জাতি আত্ম মর্যাদাশালী হয়। স্বাধীনতা অর্জনে বাঙালি জাতীয়তাবোধের পাশাপাশি অস্প্রাদায়িক চেতনা, সংস্কৃতি, সাংস্কৃতিক উৎসব, কৃষ্টি আমাদের এক দাবিতে ঐক্যবদ্ধ করে তোলে। 

এ চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য সাংস্কৃতিক বিকাশ প্রয়োজন। জেলার সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ।

 

শুক্রবার (২০ জুলাই) জেলা প্রশাসন আয়োজিত শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিশ্বে আজ আলোচনা হচ্ছে। দেশের টাকায় পদ্মাসেতু হচ্ছে। অথচ বিএনপি পদ্মাসেতু অর্থায়ন বন্ধে বিশ্ব ব্যাংককে মিথ্যা অভিযোগ দিয়েছিলো। সেই পদ্মাসেতু আজ স্বপ্ন নয় দৃশ্যমান। ’

জ্যাকব বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে দ্বীপজেলা ভোলাকে সিঙ্গাপুরের আদলে করা হবে। তখন ভোলাকে সবাই দেখতে আসবে।  
 
এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- ভোলা-৩ আসনের এমপি দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন।
 
ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম, বিশেষ অতিথিদের মধ্যে পুলিশ সুপার মো. মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।  
পরে ভোলা শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সংগীত, কবিতা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।  

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালি হয়। উদ্বোধন শেষে ভোলা থিয়েটারের সম্পাদক অতনু করঞ্জাই’র নির্দেশনায় মঞ্চস্থ হয় হাসির নাটক পেজগী।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।