[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

বিজয়নগরে বিলের পানিতে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-২০ ৬:৫৮:০৬ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিল থেকে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রাম সংলগ্ন দেউদুনিয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন একই ইউনিয়নের চাউরাখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশে দেউদুনিয়া বিলের পানিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কেউ ওই যুবককে হত্যার পর বিলের পানিতে ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের মাথায় কুপের আঘাত রয়েছে। 

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache