ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পাঁচবিবিতে ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাট পৃথক দুর্ঘটনায় ট্রেনের ছাদ থেকে পড়ে মনির হোসেন (১৮) নিহত ও মোস্তাফিজুর রহমান (২২) আহত হয়েছেন।

বুধবার (১৮ জুলাই) রাতে জয়পুরহাট সদরের রেলগেট ও পাঁচবিবি উপজেলার দরগাতলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনির পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মমতাজের ছেলে।

আহত মোস্তাফিজুর দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকায় গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে ট্রেনের ছাদে বসে ওই দুই পোশাক শ্রমিক বাড়ির পথে রওয়ানা দেয়। পথে জয়পুরহাট শহরের রেলগেট এলাকায় মোস্তাফিজুর ও পাঁচবিবির দরগাতলা রেলগেট এলাকায় মনির ট্রেনের ছাদ থেকে পড়ে যান।
খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা মনিরকে এবং জয়পুহাট শহরের স্থানীয়রা মোস্তাফিজুরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে 
চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।  

অন্যদিকে বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে গুরুতর আহত মোস্তাফিজুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তারা জানান, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad