[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৯ ৭:২০:০১ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. সৌরভ (৪) ও মো. আরাফাত হোসেন (৪) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে পৌরসভাব ৯ নম্বর ওয়ার্ড এনায়েরপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই বাড়ির মো. আলম হোসেনের ছেলে এবং আরাফাত মো. শাহআলমের ছেলে। 

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সৌরভ ও আরাফাত খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর বাড়ির পাশে একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, খেলতে গিয়ে দুই চাচাতো ভাই পুকুরের পানিতে ডুবে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache