ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চালককে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের চালককে মারধর

ব্রাহ্মণবাড়িয়া: ইঞ্জিনের বগিতে উঠতে না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সহাকারী লোকো মাস্টার (ট্রেন চালক) আলিম হোসেনকে (৩৫) মারধর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টশনে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির আহমেদ বাংলানিউজকে জানান, একদল যাত্রী চালকের ইঞ্জিনের বগিতে উঠতে চাচ্ছিল।

তাদের উঠতে নিষেধ করায় ট্রেনের চালক আলিমকে মারধর করে তারা। পরে তাকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।