ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেনেভা ক্যাম্পে ফের অভিযান, আটক শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
জেনেভা ক্যাম্পে ফের অভিযান, আটক শতাধিক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার অন্যতম মাদক স্পট জেনেভা ক্যাম্পে ফের অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয়ে জড়িত থাকার দায়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান।

তিনি জানান, বুধবার (১৮ জুলাই) রাতভর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

বিস্তারিত যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে গত বুধবার (২০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্প থেকে ৫১ জনকে আটক করে পুলিশ। মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।