ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজু শেখ (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত রাজু শেখ সদর উপজেলার রাখালগাছি গ্রামের আবুল হোসেনের ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে জানান, ওই উপজেলায় খানপুরের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বাড়ির দোতলায় গ্রিল লাগাচ্ছিলেন রডমিস্ত্রী রাজু। এ সময় এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন রাজু। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি মাহাতাব উদ্দিন।

বাংলাদেশ  সময়: ২২৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।