[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ কার্তিক ১৪২৫, ২১ অক্টোবর ২০১৮
bangla news

সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৮ ১২:৩৪:০০ পিএম
নিহত শিপন।

নিহত শিপন।

ফেনী: ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় শিপন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।পরে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নিহত শিপন উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের সাইফ উল্লাহর ছেলে।

এর আগে ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরাতন রাস্তার মাথা নামক স্থানে হিউম্যান হলার (উপকুল ইমা ) সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিপনসহ তিনজন গুরুতর আহত হন। পরে শিপনকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে নিলে সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটো পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসএইচডি/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache