ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জাল টাকা নিজ হেফাজতে রাখায় ৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
জাল টাকা নিজ হেফাজতে রাখায় ৭ বছরের কারাদণ্ড

বরিশাল: নিজ হেফাজতে জাল টাকা রাখার দায়ে আগৈলঝাড়ার মোরশেদুর রহমান ডালিমকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  

কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওই উপজেলার রাজিহার এলাকার মতিউর রহমান হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ জানুয়ারি সন্ধ্যায় টরকি বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ডালিমকে ৫শ টাকার ১৪টি জাল নোটসহ আটক করে।  

এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

একই বছরের ২৪ এপ্রিল গৌরনদী থানার এসআই ইয়াকুব হোসেন ডালিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।  

১০ জনের মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।