ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিন-দুপুরে বাড়ির তালা ভেঙে সোনা ও নগদ অর্থ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
দিন-দুপুরে বাড়ির তালা ভেঙে সোনা ও নগদ অর্থ চুরি চুরি হওয়া জাহিদ হোসেনের বাড়ি। ছবি/বাংলানিউজ

মাগুরা: মাগুরায় দিন-দুপুরে দুইটি বাড়ি থেকে ১৫ ভরি সোনা ও নগদ অর্ধলক্ষাধিক টাকা চুরি হয়েছে।

বুধবার (১৮ জুলাই) দুপুরে শহরের ম্যাটারনিটি পাড়ায় এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত শহরের ম্যাটারনিটি পাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে চোরেরা তার বাসার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

পরে স্টিলের আলমারি ভেঙে সাত ভরি সোনার গহনা ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। ওই সময় তার স্ত্রী বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।

জেলা পাড়ার বাসিন্দা ব্যবসায়ী ইবাল হোসেন বাংলানিউজকে জানান, প্রায় একই সময় চোরের তার বাসায় হানা দেয়। একইভাবে দরজা ও স্টিলের আলমারি ভেঙে চোরের আট ভরি সোনা ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীও ওই সময় ঘরে তালা দিয়ে মেয়ের স্কুলে গিয়েছিলেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, ইকবাল হোসেন ও জাহিদুল ইসলাম চুরির বিষয়টি থানায় জানিয়েছেন। চোর চক্রকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।