ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে ক্লিনিকের পেছনে পুকুরে নবজাতকের মরদেহ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
রংপুরে ক্লিনিকের পেছনে পুকুরে নবজাতকের মরদেহ

রংপুর: রংপুরের আরকে রোড টেক্সটাইল মোড় এলাকার চৌধুরী ক্লিনিকের পেছনের পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৮ জুলাই) দুপুরে মরদেহটি উদ্ধারের পাশাপাশি চৌধুরী ক্লিনিকের ‘আয়া’ বিলকিস বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, দুপুরে চৌধুরী ক্লিনিকের পেছনের পুকুরে এক নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশে খবর দিলে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলামের নেতৃত্বে একদল কর্মকর্তা গিয়ে মরদেহটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠান।  

এসআই ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তাছাড়া এখনো কোনো পরিচয়ও মেলেনি। কে বা কারা শিশুটির মরদেহ ফেলে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় আলামত পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।