ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ২ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
বেনাপোলে ২ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে এক কেজি ১শ’ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ মিলন হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে বেনাপোলের বাহাদুরপুর বাজার মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। মিলন বেনাপোলের পুড়াবাড়ি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে বেনাপোলের বাহাদুরপুর বাজার মোড় থেকে ওই পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে এক কেজি ১শ’ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এজেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।