ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

পরশুরামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জুলাই ১৬, ২০১৮
পরশুরামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ফেনী: ফেনীর পরশুরাম পরশুরাম পৌরসভার দুবলা চাঁদ এলাকায় পুকুরের পানিতে ডুবে সামিয়া সুলতানা ও রাবেয়া আক্তার রাহি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু স্থানীয় বাউর খুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বাংলানিউজকে জানান, বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে তিন শিশু পুকুরে গোসল করতে নামে। এদের মধ্যে দুবলাচাঁদ এলাকায় কোরবান মিয়ার মেয়ে সামিয়া সুলতানা(৭) ও ইব্রাহিমের মেয়ে রাবেয়া আক্তার রাহি (৭) দু'জন পুকুরে ডুবে যায়। অপর শিশু গিয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন পুকুরে নেমে দু'জনের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।