ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘পানামা পেপার্সে আমার কোম্পানির নাম নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
‘পানামা পেপার্সে আমার কোম্পানির নাম নেই’

ঢাকা: পানামা পেপার্সে নিজের নাম নেই দাবি করে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা বলেছেন, ‘এমনকি আমাদের কোম্পানির কারো নাম নেই। ২০১৬ সালে একটা জাতীয় দৈনিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নাম দিয়ে সংবাদ প্রকাশের জেরেই দুদক ডেকেছে।’

পানামা পেপার্স কেলেঙ্কারিতে নাম আসার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

হাসান মাহমুদ রাজা জানান, তার ব্যক্তিগত আয় ও সম্পদ বিষয়ে জানতে চেয়েছে দুদক।

ইউনাইটেড গ্রুপের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যও এই সময় জানতে চাওয়া হয়। ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের আয়-ব্যয়, ভ্যাট-ট্যাক্সের কিছু কাগজপত্র চেয়েছে, আমরা সময় চেয়েছি। দ্রুতই তা দুদকে জমা দেওয়া হবে।  

এদিকে দুদকে পানামা পেপার্সে নাম আসা ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান মাল্টি ট্রেড মার্কেটিংয়ের আরেক পরিচালক খন্দকার মইনুল আহসানেরও জিজ্ঞাসাবাদ চলছে।  

পর্যায়ক্রমে রোববার দুপুরে কোম্পানিটির পরিচালক আহমেদ ইসমাইল হোসেন ও আক্তার মাহমুদেরও জিজ্ঞাসাবাদ করে দুদক।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
আরএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।