bangla news

না’গঞ্জে হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৬ ৩:২৬:১৭ এএম
নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জের মানচিত্র

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় শাকিল মিয়া (১৪) নামে এক হোসিয়ারি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

শাকিল মিয়া বন্দরের চর ইসলামপুর এলাকার জোহা মিয়ার ছেলে। আটকরা হলেন-হোসিয়ারির মালিক সুমন ও নৈশপ্রহরি আমিন উদ্দিন।

সোমবার (১৬ জুলাই) সকালে নয়ামাটি এলাকার আলম মার্কেটের তৃতীয় তলায় হাসনেয়ারা হোসিয়ারিতে এ ঘটনা ঘটে।

নৈশপ্রহরির বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শাকিল ওই হোসিয়ারিতেই থাকতেন। তিনি রাতে অন্যত্র  ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে এসে ঘুমিয়ে পড়েন। এসময় সেখানে সরোয়ার নামে আরেক শ্রমিক থাকতেন। ভোরে তাকে হোসিয়ারি বন্ধ করে চলে যেতে দেখেছেন 
নৈশপ্রহরি। পরে সকালে দোকান খুলতে গেলে ভেতরে শাকিলের মরদেহ দেখা যায়।

তিনি আরও জানান, হত্যাকারীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। একইসঙ্গে কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-07-16 03:26:17