bangla news

গরুতে ধানের চারা খেয়ে ফেলায় ছুরিকাঘাতে কৃষককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-১৬ ২:৪৭:৪৭ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে আব্দুল হেলিম (৪০) নামে এক কৃষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (১৬ জুলাই) সকালে সোমবার সকালে উপজেলার কান্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

 

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, রোববার (১৫ জুলাই) বিকেলে ওই গ্রামের আব্দুল হেলিমের সঙ্গে স্থানীয় প্রতিবেশী হাফিজ উদ্দিনের সঙ্গে গরুতে বীজতলার ধানের চারা খেয়ে ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে হাফিজ উদ্দিন তার বাড়িতে আব্দুল হেলিমের গরু বেঁধে রাখে। হেলিম তার গরু হাফিজের বাড়ি থেকে জোর করে নিয়ে আসে।

এ নিয়ে সোমবার (১৬ জুলাই) সকালে দু'জনের মধ্যে আবারও কথা কাটাকাটি হলে হেলিমকে ছুরিকাঘাত করেন হাফিজ। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হেলিমের মৃত্যু হয়। 

নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে। 

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৮
আরআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-07-16 02:47:47