ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালের ইমিগ্রেশন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
শাহজালালের ইমিগ্রেশন অফিসে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট হযরত শাহজালাল বিমানবন্দর

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (১ নম্বর টার্মিনাল) ইমিগ্রেশন অফিসের দোতলার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (১৫ জুলাই) বিকেল ৫টা ৫৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান আগুন লাগার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তার কারণ জানা যায়নি।

বিমানবন্দরে এপিবিএন'র দায়িত্বরত এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে ইমিগ্রেশনের পাশের কয়েকটি কক্ষে প্রচুর ধোঁয়া দেখা গেছে। মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

এ ঘটনায় বিমানবন্দরে উপস্থিত যাত্রী ও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

বিমানবন্দর থেকে ফায়ার সদর দফতরে সহকারী পরিচালক মামুন মাহমুদ বাংলানিউজকে জানান, বিমানবন্দরের ঘটনা তেমন কোনো বড় সমস্য না। ধোঁয়া বের হচ্ছিল, এখন কিছুটা  ধোঁয়া কমে এসেছে। আমাদের লোকজন কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এজেডএস/পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।