ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় নদীতে গোসল করতে নেমে ৫ স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
চকরিয়ায় নদীতে গোসল করতে নেমে ৫ স্কুলছাত্র নিখোঁজ মাতামুহুরী নদীতে নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্সের সদস্যরা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ৫ স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। 

শনিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চিরিঙ্গা পৌরসভার মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। পাঁচ স্কুলছাত্রের সবার বাড়ি চকরিয়া উপজেলায়।

নিখোঁজ স্কুলছাত্ররা হলো- চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের দশম শ্রেণি পড়ুয়া ছেলে সায়ীদ জাওয়াদ অর্বি (১৫), স্কুল পরিচালনা কমিটির সদস্য ও চকরিয়া আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দশম শ্রেণি পড়ুয়া ছেলে আমিনুল হোসাইন এম সাদ (১৫), অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মেহরাব হোসেন (১৩), কানু ভট্টাচার্যের ছেলে দশম শ্রেণির তূর্য ভট্টাচার্য (১৫) ও একই শ্রেণির অপর ছাত্র মো. ফারহান (১৫)। তারা সবাই চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থী।  

সূত্র জানায়, বিদ্যালয়ের অর্ধ বার্ষিকী পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে স্কুলের দশম ও অষ্টম শ্রেণির কিছু শিক্ষার্থী মাতামুহুরী ব্রিজের নিচে ফুটবল খেলে। পরে তারা দল বেঁধে নদীতে গোসল করতে নামে। এর মধ্যে হঠাৎ ভাটার টানে ৬ ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

চকরিয়ার স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্কুলে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ছেলে আনোয়ার, শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দুই ছেলেসহ বিদ্যালয়ের মোট ৫ জন নিখোঁজ রয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বাংলানিউজকে বলেন, নিখোঁজ পাঁচ স্কুলছাত্রকে উদ্ধারে চকরিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। এছাড়া উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য চট্টগ্রামের ডুবুরি দল ও কক্সবাজার নৌবাহিনীকে খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
টিটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।